জাতীয়
![](https://ajker-somoy.com/wp-content/uploads/2024/10/IMG_7733-300x176.jpg)
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা, আজকের সময় :
ফেনীসহ দেশের ১১ জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে স্বল্প, দীর্ঘ ও মমধ্যমেয়াদী পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে সাম্প্রতিক বন্যা; কারণ ও করনীয় শিরোনামের এই গোলটেবিল বৈঠকে পুনর্বাসনসহ নানা সুপারিশ উঠে আসে। আরো বলা হয়, কার্যকর পদক্ষেপ না নিতে পারলে আবারো বড় ধরণের বন্যার মুখে পড়তে পারে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন।
মূল প্রবন্ধে বলা হয়, এবারের বন্যা শুধু বৃষ্টি বা উজানের ঢল থেকে হয়নি। ভারত পানি নিয়ে যে আচরণ করেছে তা রীতিমত পানি আগ্রাসনের পর্যায়ে পড়ে। আরো বলা হয় এবারের বন্যায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৪ হাজার কোটি টাকা। আর জেলা হিসেবে ফেনীর ক্ষতি ২ হাজার ৬শ ৮৬ কোটি টাকা। এর মধ্যে কৃষিতে ১২শ কোটি, শিক্ষায় ৩৮ কোটি, সড়ক অবকাঠামো ১শ ৪০ কোটি, মোটরযানে ৬১ কোটি, ঘরবাড়িতে ৬শ ৯২ কোটি এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ৫শ ৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া, বন্যার জন্য দায়ী দেশকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, পরশুরামে বিএসএফের কেটে দেয়া বাঁধ দ্রুত মেরামত, ফেনী নদী থেকে অবৈধভাবে পনি উত্তোলন বন্ধ করা, আন্তর্জাতিক পানি প্রবাহ আইনে সই নিশ্চিত করা, বিজ্ঞান ভিত্তিক গবেষনার মাধ্যমে বন্যা থেকে সুরক্ষা নিশ্চিত করা, কৃষি ও মৎসসহ সকল খাতের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেয়া, সকল নদী থেকে বাঁধ ও ব্যারাজ তুলে দেয়া এবং বন্যার আগাম তথ্য আদান-প্রদানসহ ১৫ দফা করণীয় তুলে ধরা হয় মূল প্রবন্ধে।
ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভুইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি আদিত্য আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র- ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।
বক্তব্য দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. নাজিম উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইউব ভুইয়া, সিনিয়র সাংবাদিক মোতাহের হোসেন মাসুম, ফেনী সমিতির সহ সভাপতি মেসবাহ উদ্দি সাঈদ, রোম কর্পোরেশনের চেয়ারম্যান দিদারুল আলম মজুমদার, কানাডার মানবাধিকার আন্দোলনের নেতা হুমায়ুন কবির পাটোয়ারি প্রমূখ।
এছাড়া, গোলটেবিলে উপস্থিত ছিলেন, ফেনী সাংবাদিক ফোরামের সহ সভাপতি সারওয়ার আলম ও জাফর ইকবাল, কোষাধ্যক্ষ বুরহান উদ্দিন ফয়সল, সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম সোহেল, বিনোদন সম্পাদক সাখাওয়াত মিশু, নির্বাহী সদস্য আমির হোসেন জনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমার ৮০ বছরের জীবনে এত পানি কখনো দেখিনি। সরকারি-বেসরকারী নানা ধরণের পদক্ষেপ নেয়া নাহলে ফেনীসহ দেশের বেশিরভাগ অঞ্চল আবারো হয়ত ডুবে যাবে।’ বাংলাদেশকে না জানিয়ে নদীর পানি ছেড়ে দেয়ায় ভারতের সমালোচনা করেন তিনি। যৌথ নদী কমিশনে ভালো খা্ওয়া-দাওয়া ছাড়া তেমন কিছুই হয় না বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রতিবেশি দেশ অনেক বছর ধরে বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করে আসছে। তবে সৈরাচারের বিদায়ের পর দেশপ্রেমিক জনগন নিজেদের হিস্যা আদায় করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বন্যার্ত মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরণের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নতুন সরকারের আমলে সব দাতা সংস্থা এবং দেশ বাংলাদেশকে সহায়তার হাত বাড়াচ্ছে, তাই আর্থিক কোন সংকট হবে না। সরকারের প্রতি আস্থা রেখে সহযোগিতার আহবান জানান জ্যেস্ঠ এই অর্থনীতিবিদ। অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদে সহযোগিতার প্রয়োজন হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষি এবং মৎস ও পশু খাতে মারাত্নক ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, পুঁজি হারানো কৃষক ও খামারীদের টেনে তুলতে না পারলে সংকট ঘনীভূত হবে। এই খাতে সহজ শর্তে ঋণ দেয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তি :
তিনি পেশকার হাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বিএড এবং এম এ ডিগ্রী অর্জন করেন।
১৩ জুন ১৯৮১ সালে চাঁদপুর আল আমিন একাডেমীতে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। পরবর্তীতে ০১ জানুয়ারি ১৯৮৯ সালে দাগনভূঞা উপজেলার বৈরাগীরহাট পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং ৩১ ডিসেম্বর ১৯৯৩ সাল পর্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেন। ০১ জানুয়ারি ১৯৯৪ সালে পদোন্নতি পেয়ে সিন্দুরপুর খাজা আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ৩০ জুন ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৪ সালের ১ জুলাই দাগনভূঞা উপজেলার রামনগর কেএমসি (র:) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার কুমিল্লা শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস, বিশ্ব সাহিত্য কেন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিনন্দন পত্র লাভ করেছেন। ব্যক্তিজীবনে সহজ, সরল ও সদালপী ছিলেন।
তিনি ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটার ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বক্স আলী ভূঁঞা বাড়ীর মাহফুজুল হক ভূঞা’র বড় সন্তান। মহান এ শিক্ষকের স্মৃতি কে ধরে রাখতে মরহুমের বড় ছেলে ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটার ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ও ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম শরীফ ভূঞা’র উদ্যোগে ও প্রাক্তণ ছাত্রদের সহযোগিতায় “প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরয়িাল ফাউন্ডেশন” গঠন করা হয়েছে। মরহুমের পরিবার সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।
আজকের সময়, ঢাকা অফিস :
সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেটের জন্য অপেক্ষা করতে হতে পারে আগামী সোমবার (২৯ জুলাই) পর্যন্ত।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গত বুধবার (১৭ জুলাই) থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপরের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। তখন থেকে পুরোপুরো অচল হয়ে যায় ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ। তবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর অনেকে ভিপিএন অ্যাপের সাহায্যে ফেসবুকে সক্রিয় হয়েছেন।
এদিকে ‘আজ রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক বলেন, সারা দেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হবে’
৭০-৮০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী রবি বা সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট আসতে পারে’
সংবাদ সম্মেলনে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, ফেসবুক-ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।
পলক বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু আমাদের দেশের পলিসি মানে না।
তারা (ফেসবুক) নিজেদের ব্যবসার কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না— এমনটা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে স্যোসাল মিডিয়ায় চালাতে হবে।’
এসময় তিনি দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে সহযোগিতার ঘোষণা দেন। এ ছাড়া সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকেও চিঠি দেওয়া হবে জানিয়ে পলক বলেন, ‘তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।’
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে দাগনভূঞা উপজেলার বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইফতেখার উদ্দিন।
প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামীম হোসেন, ফেনী সাংবাদিক ইউনিটির কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, বিজয়পুর মাদ্রাসা প্রধান আমিরুল ইসলাম, পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট আজকের সময় ক্যাম্পাস প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক কে ২০২৪ সালের এফবিএম পদক প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দ অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও ব্রাশ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার তুলে দেন।
ফেনী সাংবাদিক ইউনিটির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা
এম শরীফ ভূঞা, ফেনী :
চলতি মৌসুমে ফেনী জেলার বিভিন্ন প্রান্তে নতুন করে কুল বাগান বেড়েছে। পরিকল্পিত বাগান, বাড়ির আঙিনা ও ছাদ বাগানে এর চাহিদা বেড়েছে। এ মৌসুমে উৎপাদন হবে এক হাজার মেট্রিক টনের বেশি কুল, যার বাজার মূল্য অর্ধকোটি টাকার বেশি। এটি এ জনপদের জন্য আশার আলো মনে করছেন স্থানীয়রা।
ফেনীতে বাণিজ্যিকভাবে প্রসার হচ্ছে পুষ্টিকর ফল কুলের আবাদ। ভরা মৌসুমে কাঁচা-পাকা কুলে থোকায় থোকায় ভরে গেছে বাগানের গাছগুলো। বলসুন্দরি, কাশ্মীরি ও টক-মিষ্টি কুলের ব্যাপক চাহিদা থাকায় জেলায় ছোট-বড় বাগান গড়ে উঠেছে। এর আগে অন্য জেলার কুল এ অঞ্চলের চাহিদা মেটালেও এবার ফেনীর উৎপাদিত কুলের চাহিদা বেড়েছে। অল্পসময়ে লাভজনক হওয়ায় কৃষক ও শিক্ষিত বেকার যুবকরা ঝুঁকছেন ফলটি চাষে।
জেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ মৌসুমে জেলায় কুলের আবাদ হয়েছিল ৮৬ হেক্টর জমিতে। তখন ফলন এসেছিল ৯৩৮ মেট্রিক টন। চলতি ২০২৩-২৪ মৌসুমে ৯০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৮০ মেট্রিক টন।
উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান মানিক জানান, প্রতিকেজি কুল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকায়। লক্ষ্যমাত্রার আলোকে উৎপাদন হলে বাজার দাঁড়াবে প্রায় অর্ধকোটি টাকার বেশি।
জেলা সদরের কালিদহ ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদী তীরের কে পাহালিয়া অ্যাগ্রো পার্কে ১০ একর জমিতে এক হাজারের বেশি গাছের বাগান করেছেন স্থানীয় কয়েকজন উদ্যোক্তা। বিগত বছর তারা ১০ লক্ষাধিক টাকার কুল বিক্রি করলেও এবার সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা। বাগানটির উদ্যোক্তারা জানান, নদী পাড়ের পরিত্যক্ত খালি জমিকে কাজে লাগিয়ে তারা বাগানটি করেছেন এবং ফলনও মিলছে ভালো। উদ্যোক্তারা জানান, দুই বছর মিলিয়ে ২৫ লক্ষাধিক টাকার ফলনের আশা করছেন তারা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু তৈয়ব জানান, যেসব জমিতে ধান-সবজি হয় না কিংবা পতিত, সেসব জমিকে কাজে লাগিয়ে কুলের বাণিজ্যিক আবাদ করা যায়। এক্ষেত্রে কৃষি বিভাগ পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে।
দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ সম্পাদক এটিএম আতিকুল ইসলাম জানান, বাগানে এসে নির্ভেজাল পুষ্টিকর বিভিন্ন রং ও স্বাদের কুল পেয়ে উচ্ছ্বাসিত। উৎপাদিত এসব কুল বাজারে নিতে হয় না। দূরদূরান্ত থেকে ক্রেতারাই বাগানে এসে কিনে নিয়ে যেতে দেখলাম, আমরাও দেখতে এসে নিলাম। বাজারের কুলের চাইতে বাগানের এসব কুল তাজা, স্বাদও বেশি।
এম শরীফ ভূঞা, আজকের সময় :
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে তিনটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো: রফিকুল ইসলাম।
সারা দেশের প্রায় শতাধিক যুব প্রতিনিধি ও আত্মকর্মীদের অংশগ্রহণে ট্যুর গাইড এন্ড ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট, রিসিপশন এন্ড কাস্টমার সার্ভিস ও স্মল বিজনেস এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে ১৪ দিন ব্যাপী কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।