ফুলগাজীর জামমুড়াতে মাতৃভাষা দিবস পালিত
ফুলগাজী প্রতিনিধি :
সারা দেশের ন্যায় ফুলগাজীর জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাস্তবায়িত হয়েছে নানান পরিকল্পনা।
জাহেদ হোসেনের পরিচালনায় একুশের চেতনা _ হারিয়ে যেতে দেব না “, সালাম রফিক জাব্বার ভাই _আমরা তোমায় ভুলিনাই, ” মোদের গরব মোদের আশা- আ মরি বাংলা ভাষা,” প্রভৃতি চমকপ্রদ শ্লোগানে মূখরিত করে গ্রামের সকল রাস্তা প্রদক্ষিন করে শতধিক উচ্ছসিত শিক্ষার্থীদের সুন্দর প্রভাত ফেরী পদক্ষিন করে।
আবু সাঈদ সঞ্চালনায় মাস্টার আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল, শিশুদের মধ্যে চিত্রাংকন, সুন্দর হাতের লিখা, বাংলা ভাষার গান, রচনা প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কনে আরিফা, সুন্দর হাতের লিখায় নাবিলা, গানে মুনতাহা, রচনা প্রতিযোগিতায় ফৌজিয়া, জান্নাতুল ফেরদৌস চৌধুরী প্রথম পুরষ্কার লাভ করে।