বিশেষ প্রতিনিধি, আজকের সময় :
সংযুক্তআরব আমিরাতের দুবাইয়ে একজন বাংলাদেশীর মালিকানাধীন কোম্পানী “নেফলেক্স গ্রুপ” সুপরিচিত একটি নাম। আর এই বিজনেস গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী এ.কে আজাদের পরিচিতিও স্ব-মহিমায় উজ্বল। তিনি শুধু দুবাইয়ের ব্যাবসায়ীগণের মাঝে পরিচিতিপ্রাপ্ত একজন ব্যাক্তি বিষয়টি এমন নয়। তিনি এখানকার ব্যাবসায়ী সমাজের কাছে যেমনি সুনামের কারনে খ্যাতি পেয়েছেন তেমনি এখানকার বাংলাদেশী কমিউনিটিরও তিনি একজন নেতা। দুবাইয়ের আরব ব্যাবসায়ীগণও তাঁকে চিনেন জানেন এবং সম্মানের চোখে দেখেন। এ.কে আজাদের সফলতার গল্প প্রবাসী ব্যাবসায়ী ও বাংলদেশ কমিউনিটির গন্ডি পেরিয়ে আজকাল চলে গেছে আন্তর্জাতিক মিডিয়াঙ্গনেও। আরব আমিরাতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘সামা টিভি’ তাঁর বর্ণাঢ্য-ব্যাবসা সফলতার আদ্যপান্ত নিয়ে সাত মিনিটের একটি প্রতিবেদন প্রচার করেছিলো। যার ফলে গোটা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় বড় ব্যাবসায়ীগণের কাছে যে নাম দুটি অতি দ্রুত পৌঁছে যায় তাহলো ‘নেফলেক্স গ্রুপ’ এবং এর সফল কর্ণধার এ.কে আজাদ। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় এ.কে আজাদের মালিকানাধীন ‘নেফলেক্স গ্রুপ’ এর রয়েছে বেশ কয়েকটি সিস্টার কনসার্ণ। এসব প্রতিষ্ঠানে কাজ করেন বাংলাদেশ ভারত পাকিস্তানসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ মিলিয়ে নয়টি দেশের নাগরিকরা। নেফলেক্স গ্রুপ মুলত: অটো ইন্ডাস্ট্রি বেইজড কোম্পানী। বিশ্ববিখ্যাত দামী দামী মোটর গাড়ীর কালেকশানের জন্যে দুবাইতে নেফলেক্স গ্রুপ সমাদৃত একটি নাম। যে কোম্পানীর শো-রুমগুলোতে শোভা পাচ্ছে রোলস রয়েস, মার্সিডিজ বেন্জ, ফোর্ডসহ অন্যান্য ব্রান্ডের বিলাসী গাড়ীর সমারোহ। তাই আমিরাতের ধনী আরব নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের গাড়ী ক্রয়-বিক্রয় ও আন্তর্জাতিক মানের অটো সার্ভিসের একটি বিশ্বস্ত নাম মানেই নেফলেক্স গ্রুপ।
দুবাইয়ের এ তারকা ব্যাবসায়ী এ.কে আজাদ বলেন; তাঁর ব্যাবসায়ীক বিশাল স্বপ্ন-সাম্রাজ্য একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এটি তাঁর তিলতিল করে সন্নিবেশ করা শ্রম মেধা ধৈর্য ও আত্মবিশ্বাসের সম্মিলিত এক সাফল্যগাঁথা। এ সফলতার পেছনেও রয়েছে জীবনের নানা চড়াই-উৎরাই। অনেক পাওয়া নাপাওয়ার অতীত গ্লানি এবং ছোট ছোট ব্যর্থতা দেখে শিক্ষা নিয়ে এগুনোর অদম্য স্পৃহা মিশ্রিত আছে এ সাফল্য-সূধায়।
দেখতে শুনতে মনে হয়না বয়স তাঁর সাতচল্লিশের কোঠায়! মনে হয় যেনো দুরন্ত কৈশোর পার হলেন মাত্র। অত্যন্ত পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী এ.কে আজাদ বলেন “তিনি এখনো দৈনিক ষোল ঘন্টা একাধারে ব্যাবসায়ীক কাজে ব্যস্ত থাকতে পছন্দ করেন। যেহেতু পরিশ্রমই ছিলো তাঁর সফল হওয়ার মুলমন্ত্রের একটি, তাই তিনি এই মন্ত্র প্রতিদিন ছায়ার মতো সাথে রাখতে চান। একটু প্রাণবন্ত হাসি দিয়ে জানালেন তাঁর প্রবাসে কর্মজীবন দুই যুগের বেশি সময়কাল ধরে তাই জীবনের গল্পটাও একদম ছোট নয়। ছাত্রজীবনে মাধ্যমিক পর্যায় থেকেই লক্ষ্য ছিলো বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহন করবো। সে লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটে ১৯৯৫ সালে এইচএসসি পাশের পর ১৯৯৬ সালে আমি পড়াশুনা করতে পাড়ি জমিয়েছি ইংল্যান্ডে।”
সেখানকার মিডল সেক্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে ভারতের জয়পুর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
১৯৯৯ সালে তিনি আরব আমিরাতের দুবাইয়ে আসেন। তিনি প্রত্যক্ষ করেন মধ্যপ্রাচ্যের ইউরোপ খ্যাত দুবাইয়ে অটো ইন্ডাস্ট্রি খাতের ভবিষ্যতে রয়েছে একটি বিশাল সম্ভাবনা। তাঁর মাথায় তখন থেকেই
অটো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার স্বপ্ন বুনন শুরু হয়। তারপর তিনি ধীরে ধীরে নিজেকে নিয়োজিত করেন তাঁর স্বপ্ন বিনির্মানের ইস্পাত কঠিন যুদ্ধে। মনিষীর স্মরনীয় বাণী আছে ; মানুষ ঘুমিয়ে যে স্বপ্ন দেখে তা স্বপ্ন নয়, যে স্বপ্ন মানুষকে ঘুমুতে দেয়না সেটিই সত্যিকারের স্বপ্ন। কর্মজীবনে তেমনি এক নির্ঘুম স্বপ্ন দেখেছিলেন এ.কে আজাদ। তাঁর দেখা আত্ববিশ্বাসের সেই সোনালী স্বপ্নরেখা আজ পরিনত হয়েছে ব্যাবসার আলোকিত তারকাপুন্জে। একথা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশে জন্ম নেয়া তারকাটি আজ পুন্জিভুত আলো ছড়াচ্ছে আরবের ব্যাবসায়ীক আকাশজুড়ে। সফল ব্যাবসায়ী হিসেবে তিনি দেশে বিদেশে পেয়েছেন অনেক সম্মাননা। সফলতার মুকুটে পালক হিসেবে যুক্ত হয়েছে সিআইপি’র সম্মান। প্রবাস থেকে রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার থেকেও পেয়েছেন এওয়ার্ড।
এ.কে আজাদের পুরো নাম আবদুল কাশেম আজাদ। তার জন্ম ফেনী জেলার দাগনভুঞা উপজেলার সিন্দুরপুরের সেকান্তর পুর গ্রামে। তার বাবার নাম আলহাজ্ব ইসরাফিল মিয়া।
আন্তর্জাতিক পরিমন্ডলে স্বনামধন্য ব্যাবসায়ী এ.কে আজাদকে নিয়ে গর্ব করেন তাঁর এলাকার মানুষজন। স্থানীয়রা তাঁকে জানেন একজন সাদা মনের মানুষ হিসেবে। এমনকি এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষজন তাঁকে পরম আত্মীয় মনে করেন। কারণ এ.কে আজাদ তাদের বিপদে আপদে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন অত্যন্ত গোপনে। এছাড়াও তিনি প্রকাশ্যে এলাকার নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডেও পৃষ্ঠপোষকতা করে থাকেন। এলাকার প্রবীনগণ তাঁকে যেমন স্নেহ করেন তেমনি যুবসমাজের মাঝেও তুমুল জনপ্রিয় এ মানুষটি। এলাকার তরুন সমাজ যখনি তাকে পাশে পান অন্যরকম এক ভালোবাসা ও আন্তরিক সম্মানে জড়িয়ে রাখেন। এলাকার অধিবাসীগণ এ.কে আজাদের মানবীয় গুনাবলী দেখে, মানুষের প্রতি মমত্ববোধ দেখে ও সামাজের উন্নয়নমুলক কর্মকান্ডে তাঁর আন্তরিক অবদানকে মুল্যায়ন করে তাঁর প্রতি ভালোবাসার প্রতিদান স্বরুপ তাঁদের আগামীর জন-প্রতিনিধি করার ইচ্ছা রেখেছেন। সেকান্তরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা তাঁদের এ আশা-আকাংখার কথা জানিয়ে বলেন। রাজনীতির চলমান এ দূঃসময়ে এ.কে আজাদের মতো একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মীকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে সাধারণ জনগণ খুশি হবে। প্রিয় নেত্রীর কাছে আমাদের প্রাণের দাবি এটি।
সাবেক স্থানীয় ছাত্রলীগ নেতা দুবাই প্রবাসী ইকবাল হোসেন বলেন; “এ.কে আজাদ ছাত্রলীগের রাজনীতি করতেন। মুজিব আদর্শের একজন কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর তিনি উচ্চ শিক্ষা লাভের জন্যে যুক্তরাজ্য যান। শিক্ষাজীবন শেষ করে তিনি দুবাইয়ে ব্যাবসা বাণিজ্য শুরু করে এখানেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি পৃথিবীর যেখানেই গেছেন বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন হৃদয় দিয়ে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু পরিষদ,দুবাই-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। আওয়ামীলীগের সকল দলীয় কর্মসূচী ও বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানগুলো প্রবাসের মাটিতে সুন্দরভাবে আয়োজনে তিনি অগ্রনী ভুমিকা রাখেন। এছাড়াও এখানকার প্রবাসী বাঙালীদের সুখ দূঃখে যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকেন। বাঙালী কমিউনিটির মাঝে সৌহার্দ্য, ভাতৃত্ববোধ ও দেশপ্রেম জাগরুক রাখার লক্ষ্যে প্রবাসীদেরকে সাথে নিয়ে নিজ শ্রম-ঘাম ও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তিনি সবসময় আন্তরিকভাবে নিবেদিত থাকেন।
ইকবাল হোসেন আরো জানান
“শুধু প্রবাসে নয় একজন নিভৃতচারী ও প্রচার বিমুখ ব্যাক্তিত্ব এ.কে আজাদ বাংলাদেশে তাঁর নিজ এলাকায় দলীয় ও সাংগঠনিক যেকোনো কর্মকান্ডে পরামর্শ প্রদান ও আর্থিক সহযোগিতার মাধ্যমে নিজ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তিনি তাঁর এসব অবদান অব্যাহত রাখবেন এ বিশ্বাস রাখি।”
এলাকার মানুষের মধ্যে আসন্ন নির্বাচনে তাঁকে নিয়ে নানা আলোচনা ও গুন্জনের বিষয়ে প্রবাসী শিল্পপতি এ.কে আজাদের কাছে জানতে চাইলে তিনি প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে বলেন; “এলাকার মানুষজন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এটি আমার জীবনের অন্যান্য অর্জনগুলোর চেয়ে কোনো অংশে কম নয়। আমার এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন বিধায় আমিও যতোদিন বাঁচি তাদের ভালোবাসার বৃত্তবন্ধি থাকবো এ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তাঁদের স্বত:স্ফুর্ত আকাংখার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার প্রিয় এলাকাবাসীর এ আশা পুরণ করতে আমার দল তথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন এবং আমার প্রিয় জেলা ফেনীর আওয়ামীলীগ নেতৃবৃন্দ আমার পাশে থাকেন তবে ফেনী-৩ আসন থেকে প্রার্থী হওয়ার জন্যে আমিও দলীয় মনোনয়ন প্রত্যাশা করবো ইনশাআল্লাহ।