ফেনী প্রতিনিধি :
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) ফেনী জেলার উদ্যোগে স্থানীয় দারুল ইসলাম মিলনায়তনে ব্যবসায়ীদের নিয়ে শনিবার এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠন এর ফেনী জেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা সহকারী সেক্রেটারি মাঈনুল ইসলাম জুবায়ের, ফেনী শহর সভাপতি সাইফুল ইসলাম, শহর সেক্রেটারি ফখরুল ইসলাম মিয়াজি, সদর উপজেলা সভাপতি ফয়েজ আহমেদ ভূইয়া, দাগনভূঁইয়া উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, দাগনভূঁইয়া পৌরসভা সহ-সভাপতি একরামুল হক, সেক্রেটারি খাজা ওসমান ফারুক, সোনাগাজী পৌরসভা সভাপতি আবদুল মান্নান কাউন্সিলর, ছাগনাইয়া উপজেলা সভাপতি মুহাম্মদ হানিফ ভূইয়া, ছাগলনাইয়া পৌরসভা সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
এতে ইসলামী সংগীত পরিবেশন করে সমগ্র অনুষ্ঠান প্রানবন্ত করে তোলেন ফেনী শহর শাখার সমাজ কল্যান সম্পাদক শিল্পী ওসমান গনি (রাসেল) ও দাগনভূঁইয়ার সদস্য শিল্পী মোঃ প্রভাতি আমির।
অনুষ্ঠানে ফেনীর দেড় শতাধিক বাছাইকৃত ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।