সোনাগাজী প্রতিনিধি :
ছোট ফেনী নদীর ওপর মুছাপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৩ বোল্টের রেগুলেটর পানির স্রোতে ভেঙ্গে যাওয়ার পর পূণ:নির্মানের দাবীতে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন করেছে সোনাগাজীবাসী।
সোমবার সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব এর সোনাগাজী প্রতিনিধি জসিম উদ্দিন আহমদ(কাঞ্চন) এর সভাপতিত্বে এবং ইকবাল হোসেনের পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধিরা ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আব্দীন বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাও. মোহাম্মদ মোস্তফা সেক্রেটারী মো: বদরুদ্দৌজা, পৌর আমির মাওলানা কালিমুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা হিজবুল্লাহ প্রমুখ।
বক্তারা সোনাগাজী-কোম্পানীগঞ্জ সহ ৮টি উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি জোয়ারের লোনা পানি থেকে বাচাতে ভেঙ্গে যাওয়া মুছাপুর রেগুলেটরকে দ্রত নির্মাণের দাবী জানান এবং দূর্নীতির মধ্যেমে নির্মাণ কাজের জন্য পানি উন্নয়ন বোর্ডর তৎকালীণ কর্মকর্তাদের দায়ী করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নির্মাণের সময় ব্যাপক দুর্নীতি করা হয়েছিল। যার কারনে সল্প সময়ের মধ্যে রেগুলেটরটি ভেঙ্গে পড়েছে। বার বার স্থানীয় জনগনের সমালোচনার মুখে তৎকালীন স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে রেগুলেটরটি নির্মাণ করা হয়।
সোনাগাজী ও নোয়াখালী এলাকার ১ দশমিক ৩০ লক্ষ হেক্টর জমির ফসলকে লবনাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানি থেকে এ সমস্ত এলাকাকে সুরক্ষার জন্য জনগনের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে মুছাপুর ২৩ কপাটের রেগুলেটরটি নির্মাণ করা হয়েছিল। সাম্প্রতি উজানের পানির ঢলে চাপে থাকায় গত ২৬ আগষ্ট সকালে রেগুলেটরটি ভেংঙ্গে গিয়ে স্থানীয় জনগনের মাঝে উজানের পানি নিয়ে উৎকন্ঠা আরো বাড়িয়ে দিয়েছে।
এর মধ্যে বেশ কয়েকটি বাড়ি ও ফসলী জমি নদীতে তলিয়ে গেছে।