Home » ফেনীতে ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান

ফেনীতে ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান

by আজকের সময়

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু হয়েছে। এ অভিযানে ৬ শতাধিক স্বেচ্ছাসেবকসহ শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ডেঙ্গু রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, সিভিল সার্জন ডা. শিহাব, উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইমলাম স্বপন মিয়াজীসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

আরো খবর