দাগনভূঞা প্রতিনিধি :
গত ২২ মার্চ সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা না দেয়ায় ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের এক প্রবাসী পরিবারের জমি নষ্ট করে সম্পদ লুট ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২২ মার্চ অজ্ঞাত ২০/২৫ জন সন্ত্রাসী গভীর রাতে মোহাম্মদ নুরুল হুদার ফসলি জমির মাটি কেটে নিয়ে সম্পদের ক্ষতি করে। এ বিষয় থানায় অভিযোগ দিলে বা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। পরদিন সকালে মোহাম্মদ নুরুল হুদার পিতা নুর নবী (৭০) বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও ইউপি সদস্য কে জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
উপজেলার দেবরামপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের জয়নাল আবদিন মেম্বার বাড়ির মোহাম্মদ নুরুল হুদার পরিবার কে বিভিন্ন সময় অজ্ঞাত ব্যক্তি ও সরকারদলীয় রাজনৈতিক কর্মীরা প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
মোহাম্মদ নুরুল হুদার দুই ভাই মো: নুরেরজামান ও নুরের আহাদ প্রবাসী থাকায় কতিপয় সন্ত্রাসী বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে।
সন্ত্রাসীদের ভয়ে মানবেতর জীবনযাপন করছে মোহাম্মদ নুরুল হুদার পরিবার।
এ বিষয়ে মোহাম্মদ নুরুল হুদা ও তার পিতা স্থানীয় ইউপি সদস্য রমজান আলী সাহাব উদ্দিন কে জানালে তিনি শালিসি বৈঠক দিলে সন্ত্রাসীরা উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়
দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।