ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা জাতীয় যুব সংহতির অধীনস্থ সদর উপজেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গনি পলাশ।
জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলন এর সঞ্চালনায় ও সদর উপজেলা আহবায়ক ওমর ফারুক ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন মজুমদার, সোনাগাজী উপজেলা আহবায়ক গিয়াস উদ্দিন আকবর, দাগনভূঞা উপজেলা সভাপতি মিজানুর রহমান, ফুলগাজী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, পরশুরাম উপজেলা সভাপতি জসিম উদ্দিন ও ফেনী পৌর আহবায়ক ইকবাল হোসেন মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব সংহতির নেতা সাইফুল ইসলাম, ফেনী পৌর যুব সংহতির যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, মো. রিপনসহ বিভিন্ন ইউনিয়ন নেতারা।
এসময় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে সকলের মতামতের ভিত্তিতে ওমর ফারুক ইসলাম খোকনকে সভাপতি, আবুল কাশেম মিলনকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সদর উপজেলা জাতীয় যুব সংহতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড আরো এগিয়ে নিতে লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপির নির্দেশনা মোতাবেক জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।