Home » আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে শোক দিবসে আলোচনা সভা

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে শোক দিবসে আলোচনা সভা

by আজকের সময়

পরশুরাম প্রতিনিধি :
স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট সোমবার ১১ টা ৩০ মিনিটের সময় অত্র কলেজ এর মিলনায়তনে জাতিয় শোক দিবস পালিত হয়েছে ।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ এর বিদ্যুৎসাহী সদস্য এম শফিকুল হোসেন মহিম এর সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ এর গভর্নিং বডির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জালাল উদ্দীন পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সম্মানিত মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে মুক্তি যোদ্ধের ইতিহাস পড়তে হবে। বুঝতে হবে এবং জানতে হবে। বঙ্গবন্ধু ঋণ এদেশের মানুষ পরিশোধ করতে পারবে না।

আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী (নবী) আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের সহ সম্মানিত শিক্ষকমন্ডলী সহ সকল ছাত্র ছাত্রী বৃন্দ ।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ এর উদ্যেগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো খবর