Home » ৪ বিজিবি’র অভিযানে ৩৭ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

৪ বিজিবি’র অভিযানে ৩৭ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

by aadmin

সংবাদদাতা, আজকের সময় :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালিত অভিযানে ৩৭ লক্ষ ১২ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি এবং ডায়না মিনি পিকআপ আটক করা হয়।
১৫ জুলাই বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ চম্পকনগর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৯৮/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে শুভপুর মেইন রোডের পাশে কৌশলগত অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারীদেরকে একটি মিনি পিকআপযোগে মালামাল নিয়ে সীমান্ত এলাকা হতে মেইনরোডের দিকে আসতে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি অনুধাবন করা মাত্রই বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মালামালসহ পিকআপটি ফেলে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া পিকআপে ০৬ টি বস্তার ভিতর হতে ৩৭,১২,০০০/- (সাঁইত্রিশ লক্ষ বার হাজার) টাকা মূল্যমানের ভারতীয় সিল্ক শাড়ি ৩৫৬ পিস, ভারতীয় সুতি শাড়ি ৮৪ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৬ পিস এবং ডায়না মিনি পিকআপ ০১ টি আটক করতে সক্ষম হয়।

আরো খবর