আজকের সময় রিপোর্ট :
বরেণ্য রাজনীতিবিদ দাগনভূঞার কৃতিসন্তান মরহুম আব্দুল আজিজ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও ফেনীর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
এছাড়া আগামী শুক্রবার বাদ জুমা ঢাকা, ফেনী, দাগনভূঁইয়া, গাজীপুর ও মরহুমের নিজ গ্রাম উদরাজপুর চাঁদপুর বারাই পুকুর জামে মসজিদসহ দাগনভূঞা ও ঢাকা বিভিন্ন মসজিদে মহরমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মহুরম আব্দুল আজিজ একজন সমাজ দরদী ও পরোপকারী সাদা মনের মানুষ ছিলেন। ২০১৭ সালের ২ জুলাই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রাজনৈতিক জীবনে তিনি বহু নেতাকর্মীদের সমস্যা সমাধান ও হানাহানির মতো রক্ক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনাময় সমাধান করেছেন। তিনি একটি কথা বললে যে কোন দলীয় কর্মীরা পালন করতেন অনায়াসে। রাজনৈতিক পরিচয় ছাড়াও ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ হিসেবে জানতেন প্রবীণ ও নবীন ব্যক্তিগন। মরহুমের বড় ছেলে আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক ও স্বপ্নীল চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু জানান, আমার মহুরম পিতা নামে গঠিত আব্দুল আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি।
আপনারা সকলে আমার পিতার জন্য দোয়া করবেন।
যেন মহান রাব্বুল আলামীন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন