Home » হজ্জ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতিক -মাও. রশিদ আহমদ শাহীন

হজ্জ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতিক -মাও. রশিদ আহমদ শাহীন

by aadmin
আজকের সময় ডেস্ক : 
হজ্জ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতিক, জুময়ার আলোচনায় মাওলানা রশিদ আহমদ শাহীন
হজ্ব শব্দের অর্থ ইচ্ছে করা, যিয়ারত করা, মনোনিবেশ করা, উপস্থিত হওয়া। পরিভাষায় হজ্জ হচ্ছে বিশেষ সময় বিশেষ কিছু কার্যক্রমের মাধ্যমে তাযীমের সাথে বায়তুল্লাহ যিয়ারত করার ইচ্ছা। হজ্জে রয়েছে নানাবিধ ফায়দা ও শিক্ষা। তন্মধ্যে অন্যতম শিক্ষা হলো মুসলমানদের ভ্রাতৃত্ব ও ঐক্যের শিক্ষা। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাবাগৃহে যাতায়াতের জন্য (দৈহিক ও আর্থিকভাবে) সক্ষম প্রত্যেক ব্যক্তির ওপর হজ্জ করা ফরজ (সূরা : আলে ইমরান-৯৭)।
জিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা, এবং মুযদালিফায় আল্লাহ ও তার রাসূল সাঃ এর নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করা হচ্ছে হজ্জ।
আলোচনায় তিনি আরও বলেন, হজ্বের ফযিলত হল পূর্ববর্তী জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার নাম হজ্ব, যারা শুধু মাত্র আল্লাহ তায়লার সন্তোষ অর্জনের লক্ষে খালেছ নিয়তে হজ্ব করবে তাদের প্রতিদান হল জান্নাত। আল্লাহ তায়লার সন্তোষ অর্জন করতে হলে নিয়তের পরিশুদ্ধতা লাগবে, হজ্বের মাধ্যমে দু জাহানের কল্যান পাওয়া যাবে, নাফরমানী থেকে বাচা, ঝগড়া বিবাদ থেকে মুক্ত হওয়া লাগবে। হজ্ব জীবনে ১বার ফরয, হজ্ব ফরজ হওয়ার সাথে যত দ্রত সম্ভব হজ্জ সম্পাদন করা। আল্লাহ তায়লা প্রত্যক স্বাবলম্ভী মুসলমান , স্বাধীন মুসলমান, প্রাপ্ত বয়স্ক, জ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষের উপর হজ্ব ফরজ করেছেন।
মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক : হজ্জ মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। এ ধরনের সম্মেলন অন্য কোনো ধর্ম বা জাতির মধ্যে অনুষ্ঠিত হয় না। একমাত্র তৌহিদবাদী মুসলমানরাই পৃথিবীর দিক-দিগন্ত থেকে ছুটে আসে কাবা পানে। এখানে বর্ণ ও ভাষার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে দণ্ডায়মান হয়ে একই কণ্ঠে উচ্চারণ করেন- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকালাকা লাব্বায়িক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকালাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির, নিশ্চয়ই সব প্রশংসা ও নিয়ামত আপনারই, আর সব সাম্রাজ্যও আপনার, আপনার কোনো শরিক নেই।
তিনি আরও বলেন, রাজা-প্রজা, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, সাদা-কালো ও নানা দেশের নানা ভাষী মানুষ ইহরাম অবস্থায় ভেদাভেদ ভুলে গিয়ে সাদা কাপড় পরিধান করে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করার এ দৃশ্য মমতা ও অভিন্নত

আরো খবর