সোনাগাজী প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন ১৬জুন (শুক্রবার) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, জহিরুল হক খান সজিব ও ডাঃ শুকলাল দেব নাথ এর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে আফতাব হোসেন মমিন (ভোরের চেতনা/আমার সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ ছালাহ্ উদ্দিন (বাংলাদেশ সমাচার/খবরপত্র) নির্বাচিত হয়। কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হলেন- সহসভাপতি পদে নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক উত্তরণ), বাহার উল্যাহ বাহার (আমাদের নতুন সময়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী (দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ পদে এড. হেদায়েত উল্যাহ (আজকের বসুন্ধরা), দপ্তর ও প্রচার সম্পাদক মহি উদ্দিন খোকন (লাল সবুজের দেশ)। নির্বাহী সদস্য পদে সৈয়দ মনির আহমদ (ভোরের কাগজ) মোঃ ওবায়দুল হক (দৈনিক ঢাকা), নান্টু লাল দাস (ডেইলি ইন্ডাস্ট্রি), গাজী মোহাম্মদ হানিফ (দৈনিক অগ্রসর), জহিরুল হক খান সজিব (নবচেতনা), ডা. কামাল উদ্দিন (সাপ্তাহিক জনপ্রিয়), শহীদুল ইসলাম (সাপ্তাহিক সমসাময়িক), ডাঃ শুকলাল দেবনাথ (ফেনীর আলো), এম নাছির উদ্দিন (আজকের সংবাদ) নির্বাচিত হয়।
নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক অর্পিত দায়িত্ব পালনে স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।