সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে আপন চাচাতো ভাইকে হত্যা করে আসামি সিরাজুল ইসলাম ১৯ বছর পালিয়ে ধরা খেলো র্যাবের জালে। সূত্রে জানা গেছে, নিহত ভিকটিম মোঃ শহিদুল্লা (২৬) ফেনী জেলার সোনাগাজী থানাধীন চর সাহাভিকারী এলাকার বাসিন্দা।
র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গত ০৩ জুলাই ২০২৩ ইং তারিখ বর্ণিত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাজুল ইসলাম (৪৪), পিতা- মৃত আহছান উল্লাহ, গ্রাম- চর সাহাভিকারী, থানা- সোনাগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপন করে ছিল।
নিহত ভিকটিমের সাথে তার আপন চাচার সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৮ মে বিকালে নিহত ভিকটিম শহিদুল্লা এবং তার আপন দুই ভাই তাদের পুকুর থেকে কাটা গাছ ট্রলি গাড়ীতে উঠানোর সময় চাচা এবং চাচাতো ভাইয়েরা সঙ্গবদ্ধভাবে নিহত ভিকটিম এবং তার ভাইদের উপর অতর্কিতভাবে লাঠি, লোহার রড এবং দারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। ২৯ মে ২০০৪ ইং তারিখ ভিকটিম মোঃ শহিদুল্লা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে ফেনী জেলার সোনাগাজী থানায় ০৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর থেকে আসামী মোঃ সিরাজুল ইসলাম আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
আসামী মোঃ সিরাজুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত পুলিশি তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের অনুপস্থিতিতে ভিকটিম মোঃ শহিদুল্লা (২৬) কে হত্যার দায়ে গত ০৭ আগস্ট ২০১২ সালে আসামী মোঃ সিরাজুল ইসলাম’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বৎসরের কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।