১৬৪
পরিষদ প্রাঙ্গনে ইউপি সচিব আবদুল হালিমের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম ফরিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জিয়া উদ্দিন, ইমাম হোসেন গঠন, শেখ ফরিদ, খোদেজা আক্তার নাজমা, মোহছেনা খাতুন ও আ.লীগ নেতা আবদুল শুক্কুর প্রমুখ। ইউনিয়ন পরিষদের এক শতাংশ বরাদ্দ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।
সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
