৯২
শহিদুল ইসলাম, আজকের সময় :
ফেনীর সোনাগাজীতে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা -২০২২ ইং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শনিবার (১৯ নভেম্বর) বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এবারের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীর মোট ৩৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এদের মধ্যে ৫ম শ্রেনী ২৩৯ জন, ও ৮ম শ্রেনীর ৯৫ জন।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দ্বায়িত্ব পালন করেন বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর।
হল সুপারের দ্বায়িত্ব পালন করেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন ও পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম।
পরীক্ষা হল পরিদর্শন করেন সমা
জ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সুমন, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, বৃত্তি পরীক্ষার আহবায়ক ছিলেন কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দৌলা।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।