Home » সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালিত

সোনাগাজীতে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি পালিত

by আজকের সময়

সোনাগাজি প্রতিনিধি :

আলোচনা সভা, র‍্যালি, কেক কাটা ও বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে ফেনীর সোনাগাজীতে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে যুগান্তর প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি, কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হাসান, সমাজ সেবা কর্মকর্তা তারেক আহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌসি বেগম, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল, উপজেলা আ.লীগের সদস্য মোহাম্মদ রফিক, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম আহবায়ক দাউদুল ইসলাম মজনু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, মউপজেলা আ.লীগের সমবায় বিষয়ক সম্পাদক আকবর হোসেন, মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রানাও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের দাগনভূঞা-সোনাগাজী প্রতিনিধি মো. ইমাম হাছান কচি, সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসাইন, আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ, যায়যায় দিন প্রতিনিধি, হাসান মাহমুদ, দৈনিক আমার ফেনীর প্রতিনিধি মোতাহের হোসেন ইমরান, দৈনিক সকালের সময় প্রতিনিধি শহীদুল ইসলাম, স্কাউট লিডার বেলাল উদ্দিন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ রনি, উদ্যোক্তা নুরুল আবছার, খুরশিদ আলম প্রমুখ।

আরো খবর