আজকের সময় ডেস্ক: সোনাগাজীতে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় শীর্ষক উঠান বৈঠক মঙ্গলবার সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মর্জিনা আক্তার।
জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর জনবান্ধব ১০ টি বিশেষ উদ্যোগের উপর সচিত্র প্রেজেন্টেশান উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরনে অতিগুরুত্বপূর্ণ ১০ টি ক্ষেত্র নির্ধারন করেন, যার নামকরণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত আছে এই উদ্যোগসমূহে।
উঠান বৈঠকে সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড, মাননীয় প্রধানমন্ত্রীর জনবান্ধব দশটি বিশেষ উদ্যোগ, ভিশন ২০৪১ এবং বিরাজমান সামাজিক সমস্যা যেমন, মাদক, জঙ্গীবাদ, যৌতুক, বাল্যবিবাহ, গুজব প্রভৃতি বিষয়ে বক্তারা আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, বিগত ১২ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের ভাবমূর্তি বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ সুখী জীবন-যাপন করছে।
বক্তারা বলেন, উন্নয়নের সুফল বিফলে যাবে যদি মাদক, জঙ্গীবাদ, যৌতুক, নারী নির্যাতন বন্ধ করতে না পারি। সামাজিক সমস্যা মোকাবেলায় সকলকে সচেতনভাবে কাজ করার জন্য তারা আহবান জানান। গুজব এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বক্তারা আহবান জানান।
উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
(আজকের সময়/আইআই/মে ১০, ২০২২)