Home » সাবেক ছাত্র সংস্থা ওসমানীয়া মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক ছাত্র সংস্থা ওসমানীয়া মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

by আজকের সময়

শহিদুল ইসলাম, ফেনী : 

ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওসমানীয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্রদের সংগঠন ‘সাবেক ছাত্র সংস্থা”ওসমানীয়া মাদ্রাসার ৩০তম বৃত্তি পরীক্ষা -২০২২ ইং উৎসব মুখর পরিবেশের  মধ্যে দিয়ে গত শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এবারের পরীক্ষায় মাদ্রাসা ও স্কুল পর্যায়ে জেলা-উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানর মোট ৭৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এদের মধ্যে ৪র্থ শ্রেনী ১১৮ জন, ৫ম শ্রেনী ২৩৩ জন, ৬ষ্ঠ শ্রেণি ১০২ জন,৭ম শ্রেনী ৯২ জন ও ৮ম শ্রেনীর ২৩৮ জন।
পরীক্ষায় হল সুপারের দ্বায়িত্ব পালন করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মোঃ ইসমাইল ও পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও সংস্থার সহ-সভাপতি মাওলানা আবদুল হাকিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও ইসলামি চিন্তাবিদ ড.সাইফুল্লাহ মাদানী, চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ, ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ফেনী বড় মসজিদের  খতিব, মাওলানা মোঃ সাইফুল্লাহ, সংস্থার সভাপতি প্রফেসর আবদুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি ব্যাংকার নুরুল করিম, বগাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও সংস্থার সহ-সভাপতি ইসহাক খোকন সহ সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ।

আরো খবর