২৭৬
সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন (গভঃরেজিঃ ৫২) এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সানারাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সভাপতি ডাঃ কাজী মোঃ ইস্রাফিল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা।
ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মশিউর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, সানরাইজ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক রবিউল আলম মিঠু, সাধারণ সদস্য ও তাকিয়া এগ্রো ফুড পরিচালক নজরুল ইসলাম সোহাগ, এফ টিভি দর্শক ফোরাম সদস্য আবদুল আজিজ সায়েম প্রমুখ।