সংবাদ বিজ্ঞপ্তি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশন (রেজিঃ নং -৫২/ফেনী) ২০২৩ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বুধবার সকালে ফাউন্ডেশনের সাধারণ সভায় সাংবাদিক এম শরীফ ভূঞা’কে কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও আবদুল্যাহ আল মারুফ কে নির্বাহী পরিচালক করে কমিটি ঘোষণা করা হয়।
উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মোঃ আজিম উদ্দিন, ডাঃ কাজী ইস্রাফিল, এন এন জীবন, মু. ইকবাল চৌধুরী।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জহিরুল আলম, পরিচালক মতিউর রহমান, কামাল উদ্দিন, সহ-পরিচালক আবু ছায়েদ অনিক, অর্থ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক বিবি আয়েশা মিনু, আইন সম্পাদক এডভোকেট রিয়াজুল ইসলাম রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল আলম মিঠু, কার্য নির্বাহী সদস্য পদে সাহিদা সাম্য লীনা, কাজী নজরুল ইসলাম সোহাগ, এটিএম আতিকুল ইসলাম (বাদল), খাদিজা আক্তার, আয়েশা আক্তার।
সভায় নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। বাস্তবায়িত সামজিক কার্যক্রম পর্যালোচনা ও নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়।
সানরাইজ ফাউন্ডেশন 2০২৩ সালের কমিটি গঠিত
৯৭