১২০
শহর প্রতিনিধি :
ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যুগান্তর ফেনী অফিসের স্টাফ রিপোর্টার, ফেনী রিপোর্টার্স ইউনিটির চার বারের সাধারণ সম্পাদক সাংবাদিক যতন মজুমদার উন্নত চিকিৎসার জন্য ভারত যাত্রা করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি আগরতলা হয়ে ব্যাঙ্গালোর কাউবেরিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিস্ট বিভাগের প্রধান ডাক্তার কিশলয় করান ও বৃহস্পতিবার মেডিসিন বিভাগের প্রধান অনির বান ভৌমিকের চিকিৎসা নিবেন। পরে প্রয়োজনে তাদের পরামর্শ ক্রমে অন্যান্ন ডাক্তারের চিকিৎসা নিবেন।
তিনি তার সকল সহকর্মী ও সকল স্তরের মানুষের দোয়া কামনা করেছেন। ইতিপূর্বে তিনি ব্যাঙ্গালোর, হায়দারাবাদ ও শিলং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।