মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সেবারহাট বাজারের ঢাকা ইলেকট্রনিক্স হতে মার্সেল ফ্রিজ ক্রয় করে ১০ লক্ষ টাকা বিজয়ী ঝর্ণা বেগমের হাতে চেক হস্তান্তর করলেন কোম্পানির কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
উপজেলার সেবারহাট শের ই বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী রাজিব চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেল ব্র্যান্ড এম্বাসেডর চিত্র নায়ক আমিন খাঁন ও ইমন।রিয়াদ মিয়াজীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস মতিউর রহমান, সেলস্ ইনচার্জ (সাউথ) নুরুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল ম্যানেজার মহিবুল্লাহ শামীম, ৭নং মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, ইউপি সদস্য জহিরুল ইসলাম আল মাসুদ,নজরুল ইসলাম চৌধুরী, সেবার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিবৃন্দ দাগনভুঞা উপজেলার প্রতাপপুরের বাসিন্দা মার্সেল ফ্রিজ কুপন বিজয়ী ঝর্ণা বেগমের হাতে আনুষ্ঠানিক ভাবে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এর আগে দুপুর ১২টায় মার্সেল ফ্রিজের ব্যাপক প্রচারণার লক্ষ্যে কোম্পানির শতাধিক লোকজন নিয়ে বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।