Home » সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন কোম্পানীগঞ্জের রায়হান

সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন কোম্পানীগঞ্জের রায়হান

by aadmin

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি, আজকের সময় :

মুশফিক আর. রায়হান, একজন তরুণ উদ্যোক্তা, এবং সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। ২০১৮ সাল থেকে সাইবার সিকিউরিটি বিষয়ে কাজ করছেন। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সমাধানের চেষ্টা করছেন।

মুশফিক আর. রায়হান তার কর্মজীবন ‘সোশ্যাল মিডিয়া হেল্পলাইন ফোর্স’ নামক সুপরিচিত অনলাইন সাইবার প্লাটফর্মের মালিক তিনি। তার বাবার নাম আব্দুর রব এবং মায়ের নাম শিউলী আক্তার। রায়হানের জন্ম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবা – মায়ের একমাত্র ছেলে রায়হান। তিনি ২০২১ সালে মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি – (দাখিল) এবং ২০২৩ সালে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এইচএসসি – (আলিম) পাস করেন।

সোশ্যাল মিডিয়ার সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার পাশাপাশি তার স্বপ্ন একজন সফল উদ্দোক্তা হওয়ার।

রায়হান বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। যেন তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে। মানুষের মাঝে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে চাই কারণ প্রতিনিয়ত মানুষ নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও সচেতনতা সম্পর্কিত জ্ঞান খুবই স্বল্প।

আরো খবর