Home » সংগীতে জেলায় শ্রেষ্ঠ যুখরূফ আল মুয়াম্মির

সংগীতে জেলায় শ্রেষ্ঠ যুখরূফ আল মুয়াম্মির

by আজকের সময়

আজকের সময় প্রতিবেদক : 

যুখরূফ আল মুয়াম্মির সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) কর্তৃক আয়োজিত “সেরাদের সেরা” সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সংগীত ‘ক’ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানটি নোয়াখালী জেলা শহরের মাইজদীতে অনুষ্ঠিত হয়।

শতাধিক প্রতিযোগীর মাঝে উপজেলা ও জেলা রাউন্ড শেষে ফাইনাল রাউন্ডে সে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সে ব্যবসায়ী মফিজ উল্যাহ ও শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস সাথীর জৈষ্ঠ্য সন্তান।

সুস্থ সংস্কৃতিকর নান্দনিক বিকাশ ও নৈতিকতা সৃমদ্ধ সমাজ প্রতিপাদ্যকে সামনে রেখে সেরাদের সেরা খোঁজে সসাস নির্বাহী পরিচালক মোঃ ইস্রাফিল হোসাইন সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর