৩৫০
এম শরীফ ভূঞা, আজকের সময় :
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে তিনটি কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো: রফিকুল ইসলাম।
সারা দেশের প্রায় শতাধিক যুব প্রতিনিধি ও আত্মকর্মীদের অংশগ্রহণে ট্যুর গাইড এন্ড ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট, রিসিপশন এন্ড কাস্টমার সার্ভিস ও স্মল বিজনেস এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে ১৪ দিন ব্যাপী কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।