লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস
হোসাইন ভূঁইয়া প্রেসিডেন্ট, ডাঃ যুবায়ের সেক্রেটারি
আজকের সময় রিপোর্ট :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন জেলা ৩১৫ বি২ এর অধীনে “লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস” নামে আরো একটি নতুন ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে।
সংগঠনটির হেড কোয়ার্টার থেকে ইমেইলের মাধ্যমে মাননীয় জেলা গভর্নর লায়ন আনোয়ারুল বাসেতকে বিষয়টি নিশ্চিত করেন। জেলা গভর্নরসহ ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন আহমেদ্দুজ্জামান ও সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন শফিউল ইসলাম শামিম ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ হোসাইন ভূইয়া কে তথ্যটি দিয়ে অভিনন্দিত করেন।
২০২২-২০২৩ লায়ন বর্ষে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ফেনী লিও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লিও টু লায়ন মোহাম্মদ হোসাইন ভূঁইয়া এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ডাঃ যুবায়ের ইবনে খায়ের। এছাড়াও মোসাঃ সোনিয়া সুলতানা লিমা ১ম ভাইস প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার গাজী আব্দুল জলিল ২য় ভাইস প্রেসিডেন্ট, ইন্জিনিয়ার জুয়েল রনি ট্রেজারার, মেম্বারশিপ চেয়ারপারসন সাংবাদিক এম শরীফ ভূঞা, ডাঃ নিতু তন্নি, ডাঃ শিহাব উদ্দিন মাহমুদ, মোঃ জিল্লু চৌধুরী, শান্তা আক্তার, জামসেদ আলম, গাজী আব্দুল আলি, ডাঃ অর্নব বনিক, মোঃ রাহিমুল ইসলাম ভূইয়া, ডাঃ ফাহিম হোসেন, মোবারক হোসেন, মোঃ আজাদ হোসাইন, মোঃ শাহিনুল ইসলাম, আব্দুল মান্নান, ডাঃ আহমেদ নুর এ রাব্বি, ডাঃ আসিফ উদ্ দোল্লাহ সিফাত প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
ক্লাবটি স্পন্সর করেছেন লায়ন্স ক্লাব অব ফেনী এবং ক্লাব প্রতিষ্ঠাতা গার্ডিয়ান হিসাবে কাজ করবেন লায়ন্স ক্লাব অব ফেনীর ভাইস প্রেসিডেন্ট লায়ন শহীদুল আলম ভূঁইয়া। এছাড়াও লায়ন জেলার কাউন্সিল অব চীপ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব ফেনীর প্রেসিডেন্ট লায়ন রফিকুল হক নিপুর সার্বিক সহযোগিতা ক্লাব প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রেখেছে।