Home » লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াসের কমিটি গঠিত

লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াসের কমিটি গঠিত

by আজকের সময়

সংবাদ বিজ্ঞপ্তি :

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর ২০২৩-২৪ সালের কার্যকরী কেবিনেট কমিটি গঠিত হয়েছে।

রবিবার বিকেলে ক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে লায়ন মোসা. সোনিয়া সুলতানা লিমা কে প্রেসিডেন্ট ও লায়ন সাংবাদিক এম শরীফ ভূঞা কে সেক্রেটারি করে নতুন কমিটি গঠিত হয়।

এছাড়া ১ম ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন ডা: যুবায়ের ইবনে খায়ের, ২য় ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন ইঞ্জি: গাজী আবদুল জলিল, ট্রেজারার পদে লায়ন এ আর রুবেল পাটোয়ারী সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

অনলাইন মিটিংয়ে ভিডিও বার্তায় লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ হোসাইন ভূঁইয়া পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো খবর