দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে কৃতি সন্তান প্রয়াত বিশিষ্ট শিল্পপতি এস এ সেলিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সেক্রেটারি মাওলানা জাকেরুল্লাহ এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ এপ্রিল বাদ আছর রাজাপুর ইউনিয়নের লতিফপুর আল মাসজিদুন নুর জামে মসজিদে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন লতিফপুর ইসলামিয়া কমপ্লেক্সের সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন।
শোক সভায় প্রয়াত দুই কৃতি ব্যাক্তির দীর্ঘ কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, রুদা মিয়া কমপ্লেক্স ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই, মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা নাসরুল্লাহ ফাহিম প্রমুখ।
এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।