আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » লতিফপুরে আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

লতিফপুরে আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আল- জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসা লতিফপুর এর বহুতল ভবনের নির্মাণ কাজ শুক্রবার ৩১ মে বিকেলে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন,জহিরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াছ বিন নাজিম, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম রাবার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ ভুলু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল্লাহ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুত সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাঈল হোসেন লিটন, জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ গোলাম মাওলা, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ফাতেমা রা. দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন, আল-জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আশরাফ উদ্দিন, ফেনী সরকারি কলেজের সাবেক জিএস রবিউল হক ভূঁইয়া রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ইলিয়াছ বিন নাজিম।

আরো খবর