আজকের সময় রিপোর্ট :
শুক্রবার (৩১ মে) লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ কর্তৃক ঢাকার ফার্মগেট খামারবাড়িতে অবস্থিত আ.কা.মু গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে অনুষ্ঠিত ২৭ তম বার্ষিক লিও জেলা সম্মেলন ২০২৪ এ ফেনী লিও ক্লাব ১ম রানার আপ নির্বাচিত হয়েছে এবং বেস্ট সেক্রেটারি রিপোর্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
লিও ক্লাব হচ্ছে লায়ন্স ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন। ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাড়াতে প্রতিনিয়ত কাজ করে থাকেন লায়ন্স এবং লিও ক্লাব সমূহ। সারা বছরজুড়ে বিভিন্ন ধরণের সেবা কার্যক্রমের মাধ্যমে তারা সমাজের দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করেন এবং সেইসাথে লিডারশীপ ট্রেনিং, বির্তক প্রতিযোগিতা, বক্তৃতা, চিত্রাঙ্কন, উপস্থাপনাসহ বিভিন্ন ধরণের আত্মোন্নয়নমূলক কার্যকমের মাধ্যমে নিজেদের ক্যারিয়ারকে সমৃদ্ধ করে দেশ ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হন।
ফেনী লিও ক্লাব লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশের স্বনামধন্য একটি ক্লাব। ফেনীতে লায়নইজম লিওইজমের সূচনাকারী লায়ন্স ক্লাব অব ফেনীর অভিভাবকত্বে ২০০০ সালে যাত্রা শুরু করে ফেনী লিও ক্লাব। দীর্ঘ ২৪ টি বছর সফলতার সাথে কাজ করে আসছে ক্লাবটি। প্রতিবছরই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর কুমিল্লাসহ নিকটবর্তী উপজেলাগুলোতে সেবা কার্যক্রমের পাশাপাশি লিও জেলায় ধরে রেখেছেন নিজেদের সমৃদ্ধ অবস্থান।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ মে) ঢাকার ফার্মগেট, খামারবাড়িতে অবস্থিত আ.কা.মু গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে অনুষ্ঠিত ২৭ তম বার্ষিক লিও জেলা সম্মেলনে ২০২৩-২৪ বর্ষের সকল কার্যক্রমের ভিত্তিতে ফেনী লিও ক্লাব অর্জন করেন ১ম রানার আপ ট্রপি।
সেইসাথে বছরজুড়ে এসব কার্যক্রমের প্রতিবেদনের ভিত্তিতে ❝বেস্ট সেক্রেটারি রিপোর্ট অ্যাওয়ার্ড ❞ অর্জন করেন ফেনী লিও ক্লাবের সেক্রেটারি লিও মোজাম্মেল হক মিলন।
এছাড়াও লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর ৩২ টি লিও ক্লাবের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ লিও বর্ষের জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন লিও জহির উদ্দিন পারভেজ এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন লিও রিয়াজ হাসান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী লিও ক্লাব ।
অনুষ্ঠানে ফেনী লিও ক্লাবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, পাস্ট প্রেসিডেন্ট লিও টু লায়ন মুরাদ হাসনাত রাফি, ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহম্মেদ নিষাদ এবং সেক্রেটারি লিও মোজাম্মেল হক মিলন।