আজকের সময় প্রতিনিধি :
আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অন্যতম ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটি, ফেনী রাইজিং সান ও ফেনী মুহুরী ক্লাব সদস্যদের নিয়ে প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর আওতায় বাস্তবিক দক্ষতা অর্জনের নিমিত্তে শহরস্থ ভিশন টাচ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা পরিদর্শণ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফ্যাক্টরি পরিদর্শন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভিশন টাচ ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল বাশার সুমন, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান এর এডভাইজর নজরুল ইসলাম সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি মাজহারুল ইসলাম পাভেল, রাইজিং সান এর সভাপতি এডভোকেট মোহাম্মদ শারীদ এবং মুহুরীর সভাপতি অনিক মজুমদার এর যৌথ সমন্বয়ে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ভিজিটে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গাইজেশনের ডেপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি আবু বকর সিদ্দিক ডালিম, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ সিপি কাজী শেখ ফরিদ, জোনাল রিপ্রেজেনটেটিভ পিপি সাজ্জাদ হোসেন শুভ সহ ক্লাবের অন্যান্য পরিচালক ও সদস্যবৃন্দ।
উক্ত ভিজিট পরিদর্শন অনুষ্ঠানে ভিশন টাচ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পরিচালক মোঃ আবুল বাশার কাঁচামাল থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব প্রক্রিয়া ঘুরে ঘুরে রোটার্যাক্ট ক্লাবের সদস্যদের দেখান। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করে থাকেন এবং ৩৭ ধরনের পণ্য তৈরি করা হয়।
সদস্যদের দক্ষতা উন্নয়নে ইন্ড্রাস্টিয়াল ফ্যাক্টরি ভিজিটের সুযোগ করে দেওয়ায় রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে সম্মাণনা স্মারক তুলে দেওয়া হয়।