কোম্পানীগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার নতুন ছবক দান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷৷
বুধবার সকাল ১০ টায় চরপার্বতী ইউনিয়নে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম হাজী আসলাম মাষ্টার বাডির দরজায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গনে এই নতুন ছবক দান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
পরিচালনা পরিষদের সভাপতি ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ হানিফের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা মোঃ বাকের এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইসলামি আলোচক ড. মোজাম্মেল হক আল আজহারী।
এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার মহতামিম হাফেজ মোঃ ইয়াসিন, সমাজ সেবক আবদুল কাদের, আবুমাঝির হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাকিম বিএসসি, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, ব্যাংকার আবুল বাসার, পরিচালনা পরিষদের সহ-সভাপতি আবদুল হালিম সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য,২০০৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭৫০ জন শিক্ষার্থী রয়েছে৷ যার মধ্যে নুরানি বিভাগে রয়েছে ৫৩০ জন ও হিফস বিভাগে রয়েছে, ২২০ জন শিক্ষার্থী৷ ২০২২ সালে বিভিন্ন পর্যায়ের বৃতি পরিক্ষায় অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানের ৩২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে যা কোম্পানীগঞ্জের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে৷ ৪৫ জন শিক্ষক ও কর্মচারীর এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে রয়েছে ১৭ টি নিজস্ব পরিবহন যার মাধ্যমে প্রায় ২০০ জন শিক্ষার্থী দৈনিক মাদ্রাসায় যাতায়াত করেন৷ তবে পর্যাপ্ত অবকাঠামো ও যায়গার সীমাবদ্ধতার কারণে এই প্রতিষ্ঠানটিতে চাহিদা থাকা সত্ত্বেও শিক্ষার্থী ভর্তি করানো অসম্ভব হয়ে দাড়িয়েছে৷ এলাকার বিত্তবানদের নিকট সহযোগিতা ছেয়েছেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ইয়াসিন৷