Home » রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে সুন্নতে খৎনা ও ওষধ বিতরণ

রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত বিনামূল্যে সুন্নতে খৎনা ও ওষধ বিতরণ

by আজকের সময়

স্টাফ রিপোর্টার, আজকের সময় :

রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্ধ শতাধিক শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধসহ সুন্নতে খৎনার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারী সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে চিকিৎসা ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি সুন্নতে খৎনা উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম।
উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা( অব.) মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন , দাগনভূঞা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ দত্ত, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা ও স্থানীয় ইউপি সদস্য শাহআলম বাবুল প্রমুখ।
মাস্টার রণজিৎ কুমার নাথের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম এমরান পাটোয়ারী, বণিক বার্তার ফেনী জেলা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, দৈনিক ভোরের ডাক এর ফেনী জেলা প্রতিনিধি মোল্লা ইলিয়াছ, শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন ও মাওলানা আবদুল মতিন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রশিদ আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধসহ প্রায় অর্ধ শতাধিক গরীব অসহায় শিশুকে সুন্নতে খৎনা করানো হয়েছে।

আরো খবর