স্টাফ রিপোর্টার :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুছাপুর ইউনিয়নের সাতটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। জাতীয় শিক্ষা পদকে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরুষ্কার দেওয়া হয়।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রি. এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়নকে মুছাপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ.এস.এম এহসান কবীরের সভাপতিত্বে পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহছান উল্লা ভুট্টো।
উপস্থিত ছিলেন, চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরওয়ার, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল বিকাশ মজুমদার, কাইয়ুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সোলাইমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক ও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।