আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক হলেন দাগনভূঞার মেয়ে নুসরাত চৌধুরী

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক হলেন দাগনভূঞার মেয়ে নুসরাত চৌধুরী

by আজকের সময়

ফেনী প্রতিনিধি :

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হিসাবে নিয়োগ লাভ করেছে নুসরাত জাহান চৌধুরী । মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রথম বাংলাদেশী মুসলিম নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েছেন। মার্কিন সিনেটে ৫০-৪৯ ভোটে অনুমোদিত হয়। বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর কৃতি সন্তান নুসরাত চৌধুরী। চলতি সপ্তাহে নিউইয়র্কের দক্ষিন জেলায় বিচার কাজ পরিচালনা করবেন। নুসরাত চৌধুরীকে ২০২২ সালে বিচারক হিসাবে মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তার পৈত্রিক নিবাস ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬ নং দাগনভূইয়া সদর ইউনিয়নের দক্ষিন আলীপুর বাগডুবি চৌধুরী বাড়ি। তার বাবা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরী। নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল কোর্টের বিচারক হিসাবে নিয়োগ অনুমোদন দেয়ায় আমেরিকায় প্রবাসী বাংলাদেশীসহ ফেনীর দাগনভূঞাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে ।

১৯৭৬ সালে জন্ম নেয়া এশিয়ার মেধাবী এ নুসরাত ১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে কৃতিত্বের সহিত পাস করেন | তিনি ইলিনয় রাজ্যের আমেরিকান লিবার্টি ইউনিয়নের এটনী হিসেবে কর্মরত ছিলেন। নারী। তাঁর এ নিয়োগে সুপারিশ করেছিলেন নিউইয়র্ক এর নির্বাচিত সিনেটর চ্যাক শুমার ।

এছাড়া ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিভিল লিবার্টি ইউনিয়নের ন্যাশনাল অফিসে বর্ণ-বিচার বিষয়ক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও অধিকার বিষয়ে তার প্রচুর সফলতা রয়েছে | নাগরিক অধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এটর্নীদের মধ্যে অন্যতম হলেন এ নুসরাত চৌধুরী ।

আরো খবর