বাজে আজ বিজয়ের সুর
মামুন আশ্রাফ
রক্ত গঙ্গার স্রোত ফেরিয়ে
বিজয়ের এলো সৌরব,
বাংলা মায়ের দামাল ছেলে
তোমরা মোদের গৌরব।
লাল সবুজে মুক্তি সেনা ওরে
প্রতিচ্ছবি ভাসে তোদের,
পতন হল আজ পাক হানাদের
হিংসা জুলুম ক্রোধের ।
তোমরা জাতির সোনার ছেলে
জাতির চালিকাশক্তি ,
তোমাদের শত রক্তবিন্দু থেকে
এ জাতি পেয়েছে মুক্তি ।
মা-বোনের লুন্ঠিত ইজ্জত আর
ভাইয়ের বুকের তাজা রক্ত,
মুক্তিবাহিনী তবু থাকেনিতো দমে
হয়েছে আরো বেশ শক্ত।
শাসন শোষণ নিপীড়নের মাঝে
রক্তে আগুন জালালো,
অবশেষে এল সেই কাংক্ষিত ক্ষণ
এদেশ ছেড়ে তারা পাললো।
বেঁচে আছ আজো বীর সেনানী
পতাকার লাল সবুজে,
প্রেরণার আলোই আমারা সবে
তোমাদের নিবো খুঁজে।
শ্রদ্ধার সাথে করছি সরণ মোরা
তোমাদের এই দিনে,
স্বাধীন ভূখন্ড পেতামনা মোরা
তোমাদের রক্ত বিনে ।
নয়টি মাসের সেই যুদ্ধ ছিল আহা
কতনা রক্ত ক্ষয়ী ,
বাঙালি ছিল বীরের জাতি তাই
তারাই হয়েছ জয়ী ।
তোমাদের দেখা সেই পথটি বেয়ে
ছুটে যাবো মোরা বহুদূর ,
লাল সবুজের বিজয় নিশান উড়ে
বাজে আজ বিজয়ের সুর ।