Home » বিজয়পুর ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তিতে শিক্ষা সামগ্রী বিতরন ও প্রবাসী সংর্বধনা

বিজয়পুর ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তিতে শিক্ষা সামগ্রী বিতরন ও প্রবাসী সংর্বধনা

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি :
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরন, শিক্ষা বৃত্তি ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে অনুিষ্ঠত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়পুর ফাউন্ডেশন সভাপতি প্রবাসী শিক্ষানুরাগী ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম, অর্থ সম্পাদক কোরবান আলী রাজা।
মো: ফখরুল ইসলামের সঞ্চালনায় ও দেশীয় সমন্বয়ক ইমাম হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, প্রশিক্ষন সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, সৌদিআরব শাখার উপদেষ্টা জাফর উল্যাহ বেলাল, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মো: মাসুদ, কাতার শাখার প্রচার প্রকাশনা সম্পাদক নুর আলম ভূঞা, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম (রিয়াদ), বিজয়পুর ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, কাতার শাখার সদস্য দিদার হোসেন, আবুল কালাম, দেশীয় প্রতিনিধি আবদুর রাজ্জাক শিমুল, বিজয়পুর মসজিদের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সেলিম, সমাজসেবক মো: বাবুল প্রমুখ। শেষে অতিথিবৃন্দ তিনজনকে মানবিক অনুদান হস্তান্তর ও ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।

আরো খবর