দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সংবর্ধনা দিলো স্থানীয় আয়োজক বৃন্দ। মঙ্গলবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দেশীয় প্রতিনিধিবৃন্দ প্রবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন৷ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবান আলী রিপনের স্ত্রীর অসুস্থতা সহযোগিতার মানবিক অনুদানের ৩০ হাজার টাকা হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বিজয়পুর ফাউন্ডেশন স্থায়ী কমিটির সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য আবু সায়েম রবিন, সফি উল্যাহ চৌধুরী, আবু নাছের, কামাল উদ্দিন, আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সৌদি আরব শাখার উপদেষ্টা আজিজুল হক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, ইউপি সদস্য ইসমাঈল ক্বারী, ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে আয়োজকবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রধান করেন।
বিজয়পুর ফাউন্ডেশনের মানবিক অনুদান হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান
২৮৮