আজ বুধবার, জানুয়ারি ২২ ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
Home » বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান

বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান

by আজকের সময়

দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় : 
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও নবনির্বাচিত সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা। বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সভাপতি প্রবাসী শিক্ষানুরাগী ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, সাবেক প্রধান শিক্ষক ইমাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন কিরন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল হোসেন ক্বারী, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, উপশিক্ষা পরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম হাজী শফি উল্যাহ প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বিগত কয়েক বছর যাবত বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রাপ্ত হয়ে মেধার স্বাক্ষর রাখছে।
শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।

আরো খবর