Home » বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ

বিচারপতি কাজী এবাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ

by aadmin

আজকের সময় রিপোর্ট :
ফেনীর কৃতিসন্তান বিচারপতি কাজী এবাদুল হক চলে গেলেন না ফেরার দেশে। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।

ভাষা সংগ্রামের জন্য একুশে পদকপ্রাপ্ত, সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলা ভাষায় প্রথম রায় প্রদানকারী ও আইন বিষয়ক বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা কাজী এবাদুল হক ১৪ জুলাই’২২ রাত ১২.৪৫ মিনিটে ঢাকার শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

কাজী এবাদুল হক ১৯৩৬ সালের ১ জানুয়ারী ফেনী জেলার বালীগাঁও গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৫১ সালে মেট্রিক পাস করেন, ১৯৫৩ সালে ফেনী কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৫৫ সালে স্নাতক ও ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

তাঁর মৃত্যুতে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র কেন্দ্রীয় সভাপতি জনাব গোলাম মাওলা চৌধুরী, ঢাকা মহানগর আহ্বায়ক সিরাজুল মোস্তফা চৌধুরী এবং সদস্য সচিব জনাব আ,ন,ম নঈমুল হক রাসেল গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ পাক মরহুমকে বেহেস্তবাসী করুন।

এছাড়া সানরাইজ ফাউন্ডেশন, আজকের সময় পাঠক ফোরাম , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

আরো খবর