Home » বাঁধ ভেঙে ফুলগাজীর নিম্নাঞ্চল প্লাবিত

বাঁধ ভেঙে ফুলগাজীর নিম্নাঞ্চল প্লাবিত

by আজকের সময়

এম শরীফ ভূঞা, ফেনী :

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। বাঁধ ভেঙে জেলার ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সোমবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের নুরুর বাড়ি সংলগ্ন স্থানে বাঁধ ভেঙে অন্তত তিন গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যার পানিতে উপজেলার ফুলগাজী বাজার, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির চাপ বাড়ায় মাছের ঘের, জমির ফসল, গবাদি পশু নিয়ে স্থানীয়রা নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছেন।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী আসাদ উদ্দিন জানান, রাতে দোকানের তালা বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের ভেতর পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ীর মালামাল নষ্ট হয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুন নাহার জানান, সকাল ৮টার দিকে ফুলগাজীর উত্তর দৌলতপুরে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। এতে করে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার দরবারপুর ইউনিয়নের বরইয়া গ্রামের একটি স্থানেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভাঙনকবলিত স্থানটি সংকোচিত করতে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, সকাল ৭টার রেকর্ডে দেখা যায় মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ না কমলে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিতে পারে।

আরো খবর