Home » বর্ণাঢ্য আয়োজনে আজকের সময় ১০ম প্রতিষ্ঠকবার্ষিকী

বর্ণাঢ্য আয়োজনে আজকের সময় ১০ম প্রতিষ্ঠকবার্ষিকী

by আজকের সময়
আজকের সময় রিপোর্ট :
সাহসী হাতে সত্যের বানী প্রতিপ্রাদ্যকে সামনে রেখে আজকের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ০২ জুলাই শনিবার বিকেলে ফেনী আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় দৈনিক সমকাল ও আজকের সময় স্টাফ রিপোর্টার ফিরোজ আলম ভূঞা রিগান সেনবাগ উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় আজকের সময় পাঠক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
আজকের সময় প্রকাশক ও সম্পাদক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডায়েট ও পুষ্টি বিশেষজ্ঞ এরশাদ খান সালমান, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফসার, সংবর্ধিত অতিথি ফিরোজ আলম ভূঞা রিগান, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা চিত্ত মজুমদার, দক্ষিণ বল্লবপুর কলেজের অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক সৈয়দ হাবিবুল হক, ফেনী আইটি সেন্টার স্পোকেন ইংলিশ লেকচারার আবদুল্লাহ রিয়াদ জয়, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, আজকের সময় পাঠক ফোরামের সহ-সভাপতি রোটারেক্টর মাখজাম হায়দার মিরাজ, প্যারেন্টস্ এজিং ফাউন্ডেশনের সভাপতি মিনহাজ আহমেদ, লিও ক্লাব অব ফেনীর সাবেক সভাপতি মুরাদ হাসনাত রাফি, দাগনভূঞা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী ইফতেখার, নোয়াখালী জেলা ছাত্রলীগ সাবেক সহ সম্পাদক আরিফুল ইসলাম, মানবসেবা ফাউন্ডেশন সভাপতি জাহিদুল ইসলাম আমান, জাবেদুল আলম রনি, সানরাইজ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক মিঠু খান, দৈনিক নতুন আলো প্রতিনিধি মোঃ রাজীব মাসুদ, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির গণযোগাযোগ সম্পাদক মোজাম্মেল হক হাসান প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন৷

আরো খবর