দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের আয়োজনে মানবিক অনুদান হস্তান্তর, প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও ইফতার আয়োজন সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সংগঠক ও সমাজসেবক একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইয়াকুবপুর প্রবাসী ফোরামের উদ্যোক্তা সমন্বয়ক এনামুল কবির রুবেল, নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদার, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এটিএম আতিকুল ইসলাম বাদল, এফ টিভি দর্শক ফোরাম সদস্য আবদুল আজিজ সায়েম প্রমুখ।
উদ্যোক্তা ও সংগঠক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেশীয় প্রতিনিধি ফখরুল ইসলাম।
সংবর্ধিত অতিথি ছিলেন ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার (সুজন), ধর্ম সম্পাদক নুর নবী, কাতার শাখার সহ-সভাপতি মো: হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আরাফাত শুভ, সৌদিআরব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুবেল), উপ-সমাজকল্যাণ সম্পাদক-মহিন উদ্দীন মোহন।
শেষে অতিথিবৃন্দ অসুস্থ ও ঘর নির্মানের জন্য ৬ জনকে প্রায় আড়াই লাখ টাকার মানবিক অনুদান হস্তান্তর করেন। এছাড়া বিজয়পুর ইসলামিয়া মাদরাসার মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজার পক্ষ থেকে একজনকে ঘর নির্মানের জন্য ৫০ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়।
এতে দেশীয় স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।