আজকের সময় প্রতিবেদক :
আশির দশক থেকে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানেুষের পাশে থেকে নিরলস সেবা করেছেন ফেনী-০১ আসনের সকল বয়সের প্রিয় মুখ কামাল উদ্দিন মজুমদার। ফেনীর পরশুরাম-ফুলগাজি ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসন। এই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার।
জানা যায়, রাজনৈতিক জীবনী ও জনপ্রতিনিধির প্রথম শুরু হয় ১৯৮৮ সালে পরশুরাম কলেজ ছাত্রলীগের সদস্য পদ দিয়ে।
এরপর ০৪ মার্চ ১৯৯০ সালে পরশুরাম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯২ সালের ২৫ই এপ্রিল পরশুরাম সদর ইউনিয়নের চেয়ার প্রতীকে নির্বাচন করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। সে থেকে জনপ্রতিনিধির অধ্যায় শুরু হয়। এরপর তিনি ১৯৯৪ সালে পরশুরাম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৭ সালে ২৭ই ফেব্রুয়ারী চেয়ার প্রতীকের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ২য় দফায় নির্বাচিত হন কামাল উদ্দিন মজুমদার।
তৎকালীন আওয়ামী ক্ষমতা থাকাকালীন ১৯৯৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। একই বছর তিনি পরশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরশুরাম পৌরসভা গঠনের পর ২৫ই এপ্রিল প্রথম পৌর প্রশাসক নির্বাচিত হন। ২০০৩ সালে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত দ্বিতীয় বারের মত।
২০০৯ সালে দেওয়াল ঘড়ি প্রতীকে প্রথম পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১২ সালে তৃতীয় বারের মত পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ সালে দ্বিতীয় বারের মত আনারস প্রতীকে পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ৩১ মার্চ বিনা প্রতিদ্বন্ধিতায় তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
চেয়ারম্যান কামাল মজুমদার আজকের সময়‘কে জানান, তিনি দলীয় মনোনয়নে আশাবাদী এবং নির্বাচনে জয়ী হয়ে আমৃত্যু দল ও জনগনের সেবা করায় জীবনের শেষ ইচ্ছে।