Home » ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির বনভোজন

ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির বনভোজন

by aadmin

ফেনী প্রতিনিধি :
চলোনা ঘুরে আসি অজানাতে এ স্লোগানকে ধারণ করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির তিনদিনব্যাপী বার্ষিক বনভোজন সিলেটে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ৮০ জনের টিম ট্রেন যোগে ফেনী রেলওয়ে স্টেশন থেকে রওনা করে রবিবার ফিরেন।
সবুজ পাহাড়ে কোথাও সারি সারি চা-বাগান, কোথাও আবার পাথুরে নদীর স্বচ্ছ জল। সিলেট অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ভ্রমণপিপাসুদের পছন্দের শীর্ষে।
সমিতির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন পাঠান জানান, সমিতির সদস্যরা স্বতস্ফুর্ত অংশগ্রহনে সিলেট শহর ও দর্শনীয় স্পর্ট ঘুরে বেড়ান। প্রতি বছর সদস্যদের অংশগ্রহণে বার্ষিক বনভোজনের ধারাবাহিকতা রয়েছে।
সভাপতি মোয়াজ্জেম হোসেন জাবেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে সদস্যরা সিলেট জাফলং, হযরত শাহজালাল দরগাহ শরীফ, রাতারগুল সোয়াম্প পরেস্ট, ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন দর্শনীয় স্পর্টসমূহের প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করেন।

আরো খবর