সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৪ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন সভাপতি এবং দৈনিক প্রভাত আলো বার্তা সম্পাদক এমএ জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান সাজু রবিবার (১৭ ডিসেম্বর) রাতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময়/ দৈনিক নয়া শতাব্দী), সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ নিলয় (মোহনা টিভি/দৈনিক ফেনী), প্রচার সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপাপ্তর), ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), দপ্তর সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন)। কার্যনির্বাহী সদস্য হলেন- মোহাম্মদ শাহাদাত হোসেন (দৈনিক নয়া দিগন্ত), ইসমাইল হোসেন সিরাজী (পাক্ষিক মসিমেলা), আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম) ও দিদারুল আলম (এটিএন নিউজ)। সাধারণ সদস্যরা হলেন- ওছমান হারুন মাহমুদ দুলাল (এনটিভি/ দৈনিক জনকন্ঠ), আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার), যতন মজুমদার (দৈনিক যুগান্তর/ নাগরিক টিভি), মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন), জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), ওমর ফারুক (দৈনিক ইনকিলাব), কিশাণ মোশাররফ (দৈনিক ফেনীর সময়), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশকণ্ঠ), মিজানুর রহমান (সাপ্তাহিক ফেনীর গৌরব ) ও সাহাব উদ্দিন (দৈনিক ফেনী)।