Home » ফেনী আর বি হাট প্রাথমিক বিদ্যালয়ে মাদার্স ক্লাব উদ্বোধন

ফেনী আর বি হাট প্রাথমিক বিদ্যালয়ে মাদার্স ক্লাব উদ্বোধন

by আজকের সময়

ফেনী প্রতিনিধি :

শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতি ঘর হবে একটি স্কুল এ স্লোগানকে সামনে রেখে জেলায় প্রথম বারের মত সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আরবিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে রবিবার সকালে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদার্স ক্লাব উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া আচার্যীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল গণি, মোহাম্মদ আবদুল মোতালেব, মোহাম্মদ মোশাররফ হোসেন, কানিজ ফাতেমা, পরিচালনা কমিটির সভাপতি এস এম আলা উদ্দিন ভূঁইয়া, পিটিএ সভাপতি আইয়ুব আহাম্মদ, সহকারি শিক্ষক সালমা, মোহাম্মদ সেলিম মিয়া, বিশুদেব দাস, আবু জাফর সালেহ্ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল মোতালেব এর অনুপ্রেরণায় মাদার্স ক্লাব ও মনের আয়না কর্নার প্রতিষ্ঠিত হয়। শেষে সেরা ৫ জন মা কে সংবর্ধনা দেয়া হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আরো খবর