Home » ফেনী আইটি সেন্টারে কম্পিউটার বেসিক কোর্সের সনদ বিতরন

ফেনী আইটি সেন্টারে কম্পিউটার বেসিক কোর্সের সনদ বিতরন

by aadmin

শহর প্রতিনিধি :

যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত এফবিএম ফাউন্ডেশন পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ফেনী আইটি সেন্টার এন্ড কম্পিউটার ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্স শেষে সনদ বিতরন করা হয়।
শনিবার বিকেলে আইটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের আওতাধীন (জানুয়ারি-জুন’২২) ব্যাচের ৬ মাস মেয়াদী কোর্সের সার্টিফিকেট প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেয়া হয়।

সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন।

এফবিএম ফাউন্ডেশনের পরিচালক ও ফেনী আইটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্পোকেন ইংলিশ প্রশিক্ষক আবদুল্যাহ রিয়াদ জয়, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য মাষ্টার এটিএম আতিকুল ইসলাম (বাদল), জয় রয়, ইয়াছিন আরাফাত, ইয়ামিন সাকিব, জয় চক্রবর্তী, অমিত হাসান প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন।

আরো খবর