Home » ফেনীর ৩ লায়ন্স ক্লাবের সাধারণ সভা সম্পন্ন

ফেনীর ৩ লায়ন্স ক্লাবের সাধারণ সভা সম্পন্ন

by aadmin

আজকের সময় প্রতিবেদক :

২২ অক্টোবর ২০২২ রোজ শনিবার সন্ধ্যায় শহরতলীর ফেনী ফুড গার্ডেন রেস্টুরেন্টে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড এর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে চলমান অক্টোবর সেবা মাস সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে আমাদের লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ও লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অক্টোবর সার্ভিস চেয়ারম্যান মোঃ শহীদুল আলম ভূঞা, সদস্য সচিব সাংবাদিক এম শরীফ ভূঞা,  সদস্য তাহমিনা তোফা সীমা,  শাহনুর আহসান, ইঞ্জি: বেলায়েত হোসেন মামুন, মোঃ জসিম উদ্দিন, মুরাদ হাসনাত রাফি ।

আরো খবর